নীল বণিক :
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের সন্ত্রাস রুখতে মারের বদলা পাল্টা মারের দাওয়াই দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আইসিসিআরে দলের বৈঠকে রাজ্যনেতা ও জেলা সভাপতিদের এমনটাই নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তৃণমূলের মোকাবিলা করতে সংগঠনের প্রয়োজন। তাই এখন থেকেই সংগঠন তৈরিতে নামার আহ্বান জানালেন তিনি।
আর তা না হলে বঙ্গে বিজেপির এতো দিনের পরিশ্রম বৃথা যাবে বলে মত অমিত শাহর। এখানেই শেষ নয়। এদিন জেলা সভাপতিদের তিনি স্পষ্ট নির্দেশ দেন যে, আসন্ন নির্বাচনে মুখ দেখে যেন কোন প্রার্থী না দেওয়া হয়। বরং দলের প্রতি আনুগত্য আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি। বাংলাতেই কেন বিজেপির জন প্রতিনিধিরা বারবার শাসক দলে নাম লেখাচ্ছেন ? রাজ্য নেতারা অমিত শাহর এমন প্রশ্নের মুখেও পড়েন। বুথ সম্পর্ক অভিযান নিয়েও রাজ্য নেতাদের প্রশ্ন করেন তিনি। তাঁর মতে বুথ সম্পর্ক অভিযান কর্মসূচি পালনে ব্যর্থ হয়েছেন অনেক জেলাই। এই নিয়ে জেলা সভাপতিদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব অমিতের।