নীল বণিক :
পৃথিবীটাকে বদলে দিতে দশটি মানুষের মত মানুষ চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সোমবার, স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ তম বার্ষিকীতে বিজেপির সভাপতি বললেন, দেড় কোটি সদস্য পেলে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা পাল্টে দিতে পারেন।
উত্তরপ্রদেশের সাফল্য এখনও হাতে গরম। সেই সাফল্য অনেকটাই অমিতের মস্তিষ্কের ফসল। মোদির ভাবমূর্তি ও অমিতের সাংগঠনিক দক্ষতাই সেখানে রেকর্ড জয় এনে দিয়েছে বলে মেনে রাজনীতির সব পক্ষই। এদিন অমিত বলেন, “আমাদের রাজ্যে এখন চল্লিশ লক্ষ সদস্য আছে। প্রত্যেক কর্মী চার জন করে সদস্য আনলেই আমাদের লক্ষ্যপূরন হবে।” দলের নেতাদের একপ্রকার হুইপ জারি করে অমিত শাহ বলেন , “আমার বেঁধে দেওয়া কোটির লক্ষ্যমাত্রা পূরন করতে হবে। আমি কোনও ‘বাহানা’ শুনতে চাই না। প্রযোজনে আমি জানুয়ারি মাসে আবার রাজ্যে আসব। তখন আমি সদস্য সংখ্যা কত বেড়েছে হিসেব নেব।”
অমিতের এই মাল্টি লেভেল মার্কেটিং-এর ফর্মুলা, রাজ্যের নেতা-কর্মীরা সফল করতে পারবে তো!
দলের সহসভাপতি ড. সুভাষ সরকারের প্রতিক্রিয়া, “আলবৎ!”