Breaking News
Home / TRENDING / রাজ্যে বিজেপির প্রচারের সুর বাঁধলেন অমিত, পড়ুন শাহের বক্তব্য

রাজ্যে বিজেপির প্রচারের সুর বাঁধলেন অমিত, পড়ুন শাহের বক্তব্য

নিজস্ব সংবাদদাতা:

নির্দিষ্ট কোনও প্রার্থী নয়, ভোট দিন মোদির পক্ষে, রাজ্যে প্রচারের সুর বেঁধে দিলেন অমিত শাহ।
শুক্রবার, আলিপুরদুয়ারের জনসভায় অমিত বলেন, “নরেন্দ্র মোদিকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে পদ্মফুলে ভোট দিন। পরিবর্তনের লক্ষ্যে বিজেপি প্রার্থীকে ভোট দিন।”
পুলওয়ামা কাণ্ডের ক্ষত এখনও কতটা তাজা তা বোঝা গেল অমিত যখন পাকিস্তানের সমালোচনা করলেন তখনই পাক বিরোধী স্লোগানে গর্জে উঠল জমায়েত। অমিত বলেন, “পাকিস্তানের থেকে গুলি এলেই, এদিক থেকে জবাব দেওয়া হবে। ইটের জবাব পাথরে দেওয়া হবে।”
পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যুর বদলা নেওয়া উচিত কিনা? পাকিস্তানকে জবাব দেওয়া উচিত কিনা? সম্মতিসূচক ধ্বনিতে ফেটে পড়ল জমায়েত। তারপরেই অমিতের সংযোজন, “মমতাদিদি পাকিস্তানের প্রতি প্রত্যাঘাত চাননি।”
পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতীয় জওয়ানদের হত্যা করেছে। তার জবাব দিয়েছে ভারত। অমিতের কথায়, পশ্চিমবঙ্গে নতুন দিন, নতুন সকাল নিয়ে আসবেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, গত ৫ বছরে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের হিসেব বাংলার জনতাকে দিতে এসেছি আমি। কোনও মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গাঁধী হিসেব দেওয়ার প্রয়োজন নেই।
মমতাদিদিকে না সরালে এখানে আয়ুষ্মান ভারত আসবে না। মমতাদিদি, আপনি বলুন গরিবদের জন্য কী করেছেন?
ভারতবাসীর জন্য ‘আয়ুষ্মান ভারত’-এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু, মমতাদিদির জন্য আপনারা এখানে বঞ্চিত।”
শরণার্থী প্রসঙ্গে অমিতের উল্লেখযোগ্য মন্তব্য, “সব শরণার্থীরা এখানে আশ্রয় পাবেন। সব হিন্দু শরণার্থীদের সম্মানের সঙ্গে এখানে থাকতে দেওয়া হবে। শরণার্থীদের ভারত থেকে তাড়ানোর ক্ষমতা কারোর নেই।
বৈধ নাগরিকদের ভয়ের কোনও কারণ নেই। তাঁরা সম্মানে থাকতে পারবেন। মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
নাগরিকত্ব সংশোধনী বিল আমাদের প্রতিশ্রুতি।
রাজ্যে গণতন্ত্র বিপন্ন, এই মর্মে মুকুল রায় প্রায় নিয়ম করে মমতাকে আক্রমণ করেন। এদিন অমিতও তুললেন সেই প্রসঙ্গ। বললেন, বাংলায় গণতন্ত্র থাকবে কিনা, তা ঠিক করবে এই ভোট। একই সঙ্গে জানালেন, এখানে অবাধ ও সুষ্ঠু ভোট করার চেষ্টা করছে কমিশন।

Spread the love

Check Also

পুলিশ ডায়রির আগেই পোস্টমর্টেম! দাহ করার পর এফআইআর! বিস্মিত সুপ্রিম কোর্ট

মঙ্গলবার আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মহিলা ডাক্তারকে ধর্ষণ-হত্যার তদন্তে …

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *