নীল বণিক:
যাত্রা কর্মসূচী বাতিল নিয়ে মালদার জনসভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ অমিত শাহের। মঙ্গলবার দলের জনসভা মঞ্চ থেকে তিনি জানান, মুখ্যমন্ত্রী নিজে যাত্রা কর্মসূচী বাতিল করেছেন। এমনকি মালদায় আমার কপ্টার নামাতে রাজ্য সরকার অসহযোগিতা করেছে বলে অভিযোগ অমিত শাহ-র। তবে এত কিছু করেও আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। আমি বাংলায় আসব, সভাও করব। যাত্রা না হলে মিছিল হবে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও জানান, রাজ্য বিজেপির কর্মীরা রাজ্যের প্রত্যেকটি বুথে যাবে। লোকসভা ভোটের আগে আপনাদের সঙ্গে বিজেপির সামনাসামনি লড়াই হবে, হুঙ্কার দেন অমিত। এমনকি মমতার পুলিশকেও নাম না করে কটাক্ষ করেন এদিন। অমিত শাহ-র বক্তব্য, আমি বাংলায় এসে সভা করলে আমার বিরুদ্ধে মামলা হয়। মালদায় এসে শাসক দলের বিরুদ্ধে বলেছি। এবারও আশাকরি মামলা হবে। আপনার মামলা আমার কাছে আর্শিবাদ দিদি। আর তাই আমি তৃণমূল সরকারকে অসুস্থ অবস্থাতেও জবাব দিতে এসেছি বলে জানান অমিত শাহ।