মধুমন্তী
গত কয়েকদিন ধরেই অচলায়ন অবস্থার মধ্যে দিয়ে চলছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন।
গত ১১ অগস্ট ছাত্রদের ওপর লাঠি চার্জ করা নিয়ে যখন ফুঁসছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যখন তাঁদের দাবি অবিলম্বে পদত্যাগ করতে হবে উপাচার্যকে ঠিক তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপচার্যের পদত্যাগে সায় না দিলেও অবিলম্বে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নিয়ামকদের তরফে, ইমাম ইদায়েন ক্বারী ফজলুর রহমান জানান, “উপাচার্য নিজের পরিশ্রমে আলিয়া বিশ্ববিদ্যালকে আজ এই জায়গায় নিয়ে এসেছেন। কিছু লোক নিজের স্বার্থের জন্য উপাচার্যের ওপর ক্ষোভ সৃষ্টি করছে। তাই ওনার পদত্যাগ নয়, বরং আলোচনায় বসুন।”
অন্যদিকে লাঠি চার্জ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে উন্নত ল্যাব, উপযুক্ত সংখ্যক শিক্ষক, লাইব্রেরী সহ সার্বিক পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে এদিন মুখ খোলেন ক্বারী সাহেব। তিনি বলেন, “এগুলো সব ছোট ছোট ব্যাপার। জল নেই, শিক্ষক নেই, তার জন্য উপাচার্যের পদত্যাগ চাই! এ কথার কোনও মানে নেই। ছাত্রদের আলোচনায় বসতে বলা হলেও তাঁরা কখনও রাজি হয়নি।”
উল্টোদিকে ছাত্রদের দাবি, তাঁরা বরাবরই আলোচনায় আগ্রহী। কিন্তু উপচার্য তাঁদের সঙ্গে বসতে নারাজ।
ক্বারী সাহেব এও জানান, “লাঠি চার্জ যেদিন হয় আমি কলকাতায় ছিলাম না। তাই কেন পুলিশ ডাকা হল, কেন লাঠি চার্জ হল সেটা নিয়ে আলোচনা হয়নি। তবে ছাত্ররা এই গুন্ডামো করেও কোনও সমস্যার সমাধান হবে না। মুখোমুখি আলোচনাই একমাত্র পথ।”
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan