মধুমন্তী :
বলিউড নায়িকা প্রিয়ঙ্কা চোপড়ার বাজার এখন তুঙ্গে। বি-টাউনের নায়িকা দৌড়ে সুন্দরী দীপিকা পাড়ুকোনকেও টেক্কা দিয়েছেন এই ‘বেওয়াচ’ সুন্দরী। তবে এহেন অবস্থাতেও বিতর্ক থেকে দূরে নেই প্রিয়ঙ্কা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর পোশাক নিয়ে বিতর্কে জড়ান প্রিয়াঙ্কা। সোশ্যাল সাইটে তাঁকে ট্রোল করা হলে তাঁর মোক্ষম জবাবও দেন তিনি।
সেই প্রিয়ঙ্কাই এবার ব্যাটগার্লের চরিত্রে। জল্পনার টানাপোড়েন কাটিয়ে এবার নিশ্চিত হল সেই খবর। এই চরিত্রে অভিনয়ের করার জন্য অনেকেই মুখিয়ে থাকলেও সকলকে পিছনে ফেলে ফের নিজের জায়গা পোক্ত করে নেন প্রিয়ঙ্কা। এই চরিত্রের জন্য অপেক্ষায় ছিলেন তিনি, এদিন প্রিয়ঙ্কা জানান, “আমি এই মুহূর্তে আমেরিকায় শুটিংয়ের কাজে ব্যস্ত, এটা আমার বহুদিনের স্বপ্ন। সুপারহিরোর এই রোলটি আমি করবই।”
‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’-এর পর ‘ব্যাটগার্ল’ বিদেশের মাটিতে প্রিয়ঙ্কার জায়গা আরও পাকা করবে বলে আশাবাদী তাঁর ভক্তরা।