নিজস্ব সংবাদদাতা
দিল্লির শকুরবস্তিতে ধর্ষিত আট মাসের শিশুকন্যাটির অবস্থা পরীক্ষা করবেন এইমসের চিকিৎসকেরা। বুধবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেয়। ঘটনার গুরুত্ব ও নির্মমতা মাথায় রেখে শীর্ষ আদালত জানায় এইমসকে নির্দেশ দেওয়া হল তারা যেন তাদের উচ্চস্তরের দুই চিকিৎসককে অ্যাম্বুলেন্স সমেত শিশুটির কাছে পাঠায়। পরীক্ষা করে দেখে প্রয়োজন হলে শিশুটিকে এইমসে এনেও চিকিৎসা করানো হবে বলে জানায় আদালত। এদিন ঘটনাটির উল্লেখ করে বিচারকদের হস্তক্ষেপ করার আর্জি জানান অ্যাডভোকেট অলখ আলোক শ্রীবাস্তব। এরপরই এই সিদ্ধান্ত নেন চিফ জাস্টিস দীপক মিশ্র, জাস্টিস খানউইলকর এবং জাস্টিস চন্দ্রচূড়। প্রসঙ্গত, রবিবার জেঠিমার কাছে শিশুটিকে রেখে কাজে বেরিয়েছিল শিশুর বাবা-মা। সেসময় নিজের বাড়িতেই ধর্ষিত হয় ৮মাসের ছোট শিশুটি। পরে শিশুটির মা ফিরে মেয়ের জামায় রক্ত দেখে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসকই শিশুটির যৌন হেনস্থা বলে জানান। ঘটনায় শিশুটির জেঠতুতো দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan