নীল বণিক
গত কয়েকবছর ধরেই বইমেলায় নকল প্রকাশনায় প্রচুর নকল বই বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠছিল। নকল বইয়ের ফলে প্রতি বছর প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েন প্রকাশকেরা। বই কেনার পর অভিযোগ আসে পাঠকদের তরফেও। তবে সেক্ষেত্রে প্রকাশকের কিছু করার থাকেনা। উপরন্তু, প্রকাশকের ওপর আস্থা হারান পাঠক। তাই এবছর ঘুম ভেঙে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বইমেলায় নকল বই ও জাল প্রকাশকদের ধরতে কলকাতা পুলিশের একটি বিশেষ দলকে পাঠানো হচ্ছে। সাদা পোশাকের পুলিশ বই মেলায় ঘুরে নকল প্রকাশকদের ধরবে।রাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গিল্ডের কর্তা ত্রিদীব চট্টোপাধ্যায়। তিনি বলেন রাজ্যের এই পদক্ষেপে লাভবান হবেন পাঠক ও প্রকাশক দু’পক্ষই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan