নিজস্ব সংবাদদাতা
উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-২ মিসাইলের সফল পরীক্ষণ করা হল। সকাল ৮টা নাগাদ ভারতীয় সেনাবাহিনীর এসএফসি বিভাগের তরফে এই পরীক্ষণ করা হয়। পরমাণু ক্ষমতাধারী এই মিসাইলটি ২০০০ কিমি দুর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। গত সপ্তাহেই অগ্নি-১ মিসাইলের সফল পরীক্ষণ করা হয়। পরপর এই দুই সফল পরীক্ষণ ভারতীয় সেনার মুকুটে আরও একটি হীরে যোগ করল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.facebook.com/channelhindustan