নিজস্ব সংবাদদাতা
নীরব মোদি কাণ্ডে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আরও ৩ উচ্চ আধিকারিকদের গ্রেফতার করল সিবিআই। বেচু তিওয়ারি, যশবন্ত যোশী এবং প্রফুল সাবন্ত নামের ওই তিন অধিকারীই নীরব কাণ্ডে গোকুল শেট্টির ভুমিকার কথা জানতেন। তাঁরা এই বিষয়ে শেট্টিকে সাহায্য করেছিলেন বলেও সিবিআই সূত্রে খবর। ধৃত তিন আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। এদিকে, নীরব মোদির পেনিনসুলা বিজনেস পার্ক এবং লোয়ার পারেল অফিসে তল্লাশি শুরু করেছে সিবিআই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.facebook.com/channelhindustan