নীল বণিক
দীপাবলির পর রাজ্য পুলিশের বেশ কয়েক জন কর্তাকে তলব করতে পারে সিবিআই। সূত্রের খবর, সারদা কান্ডে রাজ্যের চার আইপিএস কর্তা ডাক পাবেন। সারদা কান্ডে তদন্তকারীরা ইতিমধ্যেই ঐ চার জন আইপিএস সহ দুই আইএস-কে জেরা করার জন্য দিল্লিতে অনুমতি চেয়েছেন বলে সূত্রের খবর। সারদার তদন্তে থাকা এক সিবিআই আধিকারিকের দাবি, পুজো মিটলেই জেরার জন্য প্রয়োজনীয় অনুমতি চলে আসবে দিল্লি থেকে। তালিকাতে সবার আগে নাম আছে উত্তরবঙ্গের জেলাতে পুলিশ সুপারের দায়িত্বে থাকা এক আইপিএস অফিসারের। তালিকায় রয়েছে দুই ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকেরও। এই তিন পুলিশ কর্তাই সারদার তদন্তে গঠিত সিটে ছিলেন। সিবিআই সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রীর পছন্দের দুই পুলিশ কর্তাও সিবিআইয়ের আতস কাঁচের তলাতে আছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan