চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র আক্রমণ অধীরের। বৃহস্পতিবার বহরমপুরে দলীয় কার্যালয় থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
আদালতের নির্দেশ সত্ত্বেও ইতিমধ্যেই নিয়োগ নিতে সরকারের নার্দো-দ্য-ভিঞ্চি’র বোন। । আপনি গান করেন, সুর দেন, লেখেন, নাচ করেন আবার আইনজীবীও, আপনি গিয়ে বিচারপতিকে বলুন, আপনি বললে উনি নিশ্চয়ই শুনবেন। আপনার তো নোবেল পাওয়া উচিত।”
পাশাপাশি অধীরের আরও বক্তব্য, ” গোটা দুনিয়াতে এমন সরকার কোথাও নেই যেখানে যারা চুরি করে চাকরী পেয়েছে, যেখানে আপনার দলের নেতারা চাকরী বেঁচে কোটি টাকা কামিয়েছে, তাদের হয়ে সরকার কথা বলে, চোরেদের বাচাতে, আর যারা ন্যায্য তাঁরা যাতে চাকরী না পায় তার জন্যে সরকার আদালতে যায়!”
ইতিমধ্যেই চাকরী প্রার্থীদের আন্দোলন ৫০০ দিন পার করে ফেলেছে, সে কথা মাইন করিয়ে দিয়ে অধীর চৌধুরী বলেন, “আপনারা লজ্জা করে না? আপনি চাকরী চোরেদের জন্যে অপাবং ওপাঅং করছেন তারা সব চুরি করে চাকরী পেয়েছে। আর যারা বছরের পর বছর যোগ্য থেকে ও চাকরী পাচ্ছে না, তাঁদের জন্যে আপনার হৃদয় কাঁপছে না। লজ্জা আপনার মতো মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী।” পাশাপাশি সরকারি কর্মচারীদের ডি এ দেওয়া নিয়েও মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি।