ওয়েব ডেস্ক :
বুধবার সকালে শিয়ালদহ স্টেশনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সোনারপুর লোকাল ট্রেন। প্ল্যাটফর্মের বাফারে ধাক্কা মারে ট্রেনটি। যার ফলে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার জেরে শিয়ালদহ স্টেশন চত্বরে যাত্রীদের বিক্ষোভ শুরু হয়ে যায়।
অন্যদিকে এদিন সকাল ১০.২০ মিনিট নাগাদ শিয়ালদহের ১৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল আপ সোনারপুর লোকাল ট্রেনটি। অভিযোগ, সেইসময় বাফার ভেঙে প্ল্যাটফর্মের গার্ড ওয়ালে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। যার জেরে তীব্র ঝাঁকুনিতে কয়েকজন যাত্রী ট্রেন থেকে ছিটকে পড়ে আহত হন। আহতরা বি আর সিং হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরে শুরু হয় যাত্রী বিক্ষোভ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির গতি বেশি থাকায় থামানো যায়নি ট্রেনটিকে। তবে পাশাপাশি রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বাফার পর্যন্ত যাওয়ারই কথা নয় ট্রেনটির, কীভাবে সেটি এগিয়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার জেরে আপাতত ব্যাহত ট্রেন চলাচল। বন্ধ রয়েছে ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের ট্রেন চলাচলও। ট্রেনের ড্রাইভার ও গার্ডকে শোকজ করা করেছে রেল কতৃপক্ষ।
দেখুন ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন