চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ইকো পার্ক লাগোয়া ‘মিনি চিড়িয়াখানায়’ হরিণের সিংয়ের গুঁতোয় জখম ১ ব্যাক্তি। আহত ব্যাক্তির নাম প্রসাদ বর্মণ । চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছিল নিউটাউনের ওই মিনি চিড়িয়াখানার। উদ্বোধন করেছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উদ্বোধনের সাড়ে তিন মাসের মধ্যে ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী থাকল মিনি চিড়িয়াখানা । হরিণকে খাওয়াতে গিয়ে মারাত্মক জখম হলেন এক কর্মী। হিডকোর দেওয়া জমিতে ২০১৬ সালে নিউটাউনের ইকো পার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে এই হরিণালয় গড়ে তোলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরে ইকো পার্ক ঘুরতে আসা দর্শকদের একঘেয়েমি কাটাতে মিনি চিড়িয়াখানা উদ্যোগ নেন কর্তৃপক্ষ। সেই মতো একে একে বিভিন্ন ধরনের পাখি, কুমির এবং একাধিক প্রজাতির হরিণ, হিপোপটেমাস, জেব্রা, জিরাফ রাখা হয়েছে পার্কে।
সুত্রের খবর, আজ সকালে হরিনালয়ে হরিন্দের খাবার দিতে গিয়েছিলেন প্রসাদ বাবু । তখনই একটি হরিন তাঁর দিকে তেড়ে এসে তাঁর পেটে সিং ঢুকিয়ে দেয় । সঙ্গে সঙ্গেই ওই কর্মীকে উদ্ধার করে তেঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে ওই কর্মীর অস্ত্রোপাচার হয়েছে। আপাতত ওই কর্মীর অবস্থা স্থিতিশীল । তবে এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া দেননি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।