ওয়েব ডেস্ক:
বাড়িতে সময় পান না তাই বাজার যাওয়ার পথে সেলুনে গিয়ে দাড়ি কেটে নেন। মুখে একগাল দাড়ি নিয়ে অফিস ঢুকতে দেবে না। তাই আর কি! তবে খুব সাবধান! সেলুনে দাড়ি কাটতে গিয়ে হেপাটাইটিস বি-এ আক্রান্ত হতে পারেন। শুধু সেলুনে দাড়ি কাটা নয়, অরক্ষিত যৌনমিলন এবং সমকামীরাও আক্রান্ত হতে পারেন।
হেপাটাইটিস বি কিন্তু মারাত্মক সংক্রামক। কী করে বুঝবেন আপনি হেপাটাইটিস বি আক্রান্ত? প্রথমে অনেকসময় কোনও লক্ষণ দেখা যায় না। আবার অনেক ক্ষেত্রে বমি বমি ভাব, গায়ের চামড়া হলুদ হয়ে যাওয়া বা জৌলুস হারানো, ক্লান্তি, পেটব্যথা, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া। এমন সব লক্ষণ দেখা যায়। অনেকসময় সংক্রমণের পর ৩০ থেকে ১৮০ দিন লাগে হেপাটাইটিস বি-র লক্ষণ প্রকাশ পেতে।
হেপাটাইটিস বি ভাইরাসটি রক্ত কিংবা শরীর থেকে বেরোনো কোনও তরল থেকে ছড়ায়। কন্ডোম ছাড়া অরক্ষিত যৌনমিলন থেকেও শরীরে প্রবেশ করতে পারে এর ভাইরাস। মনে রাখবেন এইডস-এর মতোই মারাত্মক হেপাটাইটিস বি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
৮৮ বছর বয়সে আকাশ থেকে ঝাঁপালেন এক মহিলা (দেখুন সেই ঝাঁপের ভিডিয়ো)