চ্যানেল হিন্দুস্তান নিউজ ডেস্ক-
কলকাতা আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩-এর ৪৬ তম সংস্করণ উদ্বোধন মুখ্যমন্ত্রী হাত ধরে। সোমবার থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মাঠে আয়োজিত হবে, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
প্রতি বছর, কলকাতা বইমেলার একটি ফোকাল থিম থাকে, যার উপর ভিত্তি করে অনুষ্ঠানটি করা হয়। এই বছরের ৪৬ তম সংস্করণের জন্য, থিম ‘স্পেন’। ২০০৬ সালের পর প্রথমবারের মতো স্পেন থিম কান্ট্রি হিসেবে থাকছে এই ৪৬ তম বইমেলায়।
স্পেনের প্রতিনিধিত্ব করতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্প্যানিশ লেখক ডেভিড ট্রুয়েবা, ইভা বালতাসার, লুইস গার্সিয়া মন্টেরো, অগাস্টিন ফার্নান্দেজ মায়ো, জেসুস আগুয়াডো, আনা ক্যাবলে এবং জর্ডি গ্রাসিয়া।
প্রতি বছর অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হল মেলা প্রাঙ্গণ জুড়ে বইয়ের স্টল। এই বছর ৯০০ শতাধিক স্টল প্রদর্শনী থাকছে।
ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা কলকাতায়। ৪৬তম কলকাতা বইমেলা মার্কিন যুক্তরাষ্ট্র (USA) বাংলাদেশ(Bangladesh), জাপান(Japan), ফ্রান্স(France), কিউবা(Kiuba), ইতালি(Italy), অস্ট্রেলিয়া(Australia) এবং অন্যান্য ল্যাটিন আমেরিকার মতো দেশগুলিকে আয়োজক করবে। দেশগুলির মধ্যে এবারই প্রথমবার থাইল্যান্ড অংশ নিচ্ছে,কলকাতা বইমেলায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news