ওয়েব ডেস্ক :
এবার শাহারুখ খানকে তলব করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২৩ অগস্ট দেখা করার কথা বলে আজ শাহারুখকে চিঠি পাঠায় ইডির তদন্তকারীরা।
আইপিএলে বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগ রয়েছে কিং খানের বিরুদ্ধে। অন্যদিকে ইডি সুত্রের খবর, নির্দিষ্ট দিনে স্পেশ্যাল ডিরেক্টরের নেতৃত্বাধীন বিচার বিষয়ক কর্তপক্ষের সামনে সশরীরে হাজির হতে হবে নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখকে। এর আগে দু’বার তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। অন্যদিকে একই নোটিশ পাঠানো হয়েছে নাইট রাইডার্সের আর এক কর্ণধার জুহি চাওলাকেও। মার্চ মাসে শাহরুখের পাশাপাশি তাঁর সংস্থা ‘নাইট রাইডার্স প্রাইভেট লিমিটেড’কেও শোকজ করেছিল ইডি।
ইডি-র এক অফিসার একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, শোকজের পরবর্তী ধাপ শুনানি। সেইসঙ্গে নিজের আইনজীবী বা চাটার্ড অ্যাকাউট্যান্টকে সঙ্গে নিয়ে শাহরুখকে ওই দিন হাজির হতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে জরিমানা সংক্রান্ত বিষয়ে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news