Home / TRENDING / দুই শাসনকালকে দু’হাতে রেখে আলোচনা হোক, কংগ্রেসকে চ্যালেঞ্জ অমিতের

দুই শাসনকালকে দু’হাতে রেখে আলোচনা হোক, কংগ্রেসকে চ্যালেঞ্জ অমিতের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

চিন নিয়ে লাগাতার বিজেপিকে নিশানা করে চলেছেন কংগ্রেস নেতৃত্ব। ভারতীয় ভূখণ্ড চিন দখল করেছে, অথচ সত্যি বলছেন না প্রধানমন্ত্রী এমন অভিযোগ তুলে সরব হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদী’ (Surender Modi) বলেও আক্রমণ করেছেন তিনি। এবার রাহুল গাঁধী সহ বিরোধীদের যোগ্য জবাব দিতে ময়দানে নামলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতৃত্বকে চ্যালেঞ্জ করলেন তিনি।

আজ কংগ্রেস নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে অমিত শাহ বলেন, “পার্লামেন্ট হওয়া উচিত। আলোচনা করতে চান, আসুন, করব। ১৯৬২ সাল থেকে আজ পর্যন্ত দুই শাসনকালকে দু’হাতে রাখুন। চর্চা করুন। আমরা ভয় পাইনা। কিন্তু দেশের জওয়ানরা যখন সংঘর্ষ করছেন, সরকার পদক্ষেপ গ্রহণ করছে, তখন পাকিস্তান ও চিনকে খুশি করার জন্য বিরোধিতা করছেন আপনারা। এটা ঠিক নয়।”

করোনা ও লাদাখ দুই পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত জিততে চলেছে বলে মন্তব্য করে অমিত শাহের ব্যাখ্যা, “ভারত সরকার ভালোভাবে করোনার মোকাবিলা করছে। আর রাহুল গাঁধী বিরোধিতা করছেন। আমি রাহুল গাঁধীকে পরামর্শ দিচ্ছি না, এটা ওনার দলের নেতাদের কাজ। আমি শুধু এটা বলতে চাইছি কিছু লোকের চোখ বাঁকা হয়ে গিয়েছে, সবই ভুল দেখছে। বিশ্বের তুলনায় করোনা পরিস্থিতি ভারতে অনেক ভালো।”

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *