নিজস্ব সংবাদদাতা
সঞ্জয়লীলা বনশালীর “পদ্মাবত”-কে দেওয়া সেন্সর বোর্ডের সার্টিফিকেটকে বাতিলের আর্জি খারিজ করলো সুর্প্রিম কোর্ট। চারজন বিচারপতির বিশেষ বেঞ্চে আজ এই শুনানি হয়। পিটিসনে আরও বলা হয় সেন্সর বোর্ডের দেওয়া এই শংসাপত্র বেআইনি। আবেদনকারী আইনজীবী এম.এল. শর্মার বক্তব্য, “পদ্মাবত” মুক্তি পেলে বিতর্ক বাড়তে পারে। বিক্ষোভ ঘটারও সম্ভবানা রয়েছে বলে মনে করেন তিনি। তবে এই সমস্ত আর্জিকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়, “আইন শৃঙ্খলা রক্ষা আমাদের কাজ নয়। সেটা রাজ্য সরকারের কাজ। আবেদন খারিজ করা হল”। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে পদ্মাবতের উপর জারি করা নিষেধাজ্ঞাতেও স্থগিতাদেশ জানায়। ফলে সব রাজ্যেই সমানভাবে মুক্তি পেতে চলেছে এই ছবি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F/