নিজস্ব সংবাদদাতা
মুকুল রায় নিয়ম করে বলছেন গাঁজা নিয়ে গাঁজাখুরি গল্প চলছে রাজ্য জুড়ে।
যখনই যার সঙ্গে বনছে না বা যে একটু বেসুরো গাইছে তাকে জব্দ করার সেরা উপায় গাঁজা কেস দিয়ে গারদ বন্দি করা। গাঁজার এমন গজদন্তে সম্প্রতি বিদ্ধ হয়েছেন এক স্কুল মাষ্টার। যিনি নিজে আবার মুকুল রায়ের ঘনিষ্ঠ একজনের দাদা। মুকুলের কথা মত এরকম গাঁজার মামলায় ফেঁসে কতজন যে নিজের জীবন-জীবিকার দফারফা করে জেল খাটছেন তার ইয়ত্তা নেই। মুকুলের মত যত মানুষকে ফাঁসানো হয়েছে এবং যত পরিমাণ গাঁজার মামলা তাদের মাথায় চাপানো হয়েছে হিসেব করলে অত গাঁজাই পাওয়া যাবে না!
সে যাই হোক এখন প্রায় নিয়ম করে সংবাদপত্রে উঠে আসা ভোলানাথের নেশার সামগ্রীটি এবার উঠে এমন একটি ছবিতে যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
তৃণমূল ছাত্রপরিষদের সভা নেত্রী জয়া দত্তর সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছবিতে জয়া বসে আছেন মোটর বাইকে আর তাঁকে ঘিরে তিনজন যুবক। জয়ার ঠিক ডান পাশে দাঁড়ানো যুবকটির হাতে ধরা বস্তুটি কী! গাঁজার কল্কে? ছবিতে যেটি দেখা যাচ্ছে সেটিকে গাঁজার কল্কে বলেই চিহ্নিত করছেন তৃণমূল ছাত্র পরিষদেরই একটি অংশ। বস্তুটিকে যাঁরা চেনেন তাঁরাও সহমত হচ্ছেন। ছবিটি পাঠকদের জন্য দেওয়া হল। আপনাদেরও কী তাই মনে হচ্ছে! ছবিটি খুঁটিয়ে দেখে নিজেই বুঝে নিন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/mamata-cbi-copy/