দেবক বন্দ্যোপাধ্যায় :
এবার সবংয়ের মাটিতে মুকুলের দাবাং!
মানস ভূঈঞাঁর কেলেঘাই – কপালেশ্বরী খ্যাত সবংয়ে এবার ভোট, উপনির্বাচন। চিরকালের আগমার্কা কংগ্রেসী মানস এখন শিবির বদলে তৃণমূলে। ঘটনাচক্রে একদা তৃণমূলের মিস্টার ডিপেন্ডেবল মুকুল রায় এখন বিজেপিতে। ওদিকে কংগ্রেস ও বামেদের গত বিধানসভা ভোটের জোট এখন আর নেই। সব মিলিয়ে পাল্টানো সময়ে সবংয়ের ভোট এবার প্রধানত চতুর্মুখ। বাম-কংগ্রেস-বিজেপি-তৃণমূল।
এ হেন পরিস্থিতিতে সবংয়ে বিজেপির কর্মীসভা করলেন মুকুল রায়। মানসকে মোক্ষম আঘাত করেই বিজেপির হয়েই প্রথম কোনও নির্বাচন পরিচালনার কাজে হাত দিলেন মুকুল। কর্মীসভায় বললেন, “খুনের দায় থেকে বাঁচতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছেন মানস।” এক তৃণমূল কর্মী খুনের অভিযোগে যে সময় মানসের হাজতবাস হবে কিনা সেই জল্পনা শুরু হয়ে গেছিল রাজনৈতিক মহলে, সেই সময় জার্সি বদলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মানস। এই ঘটনার প্রসঙ্গ টেনেই এদিন মুকুল বলেন, খুনের দায় এড়াতে মানসের দলবদলের কথা। একই সঙ্গে তৃণমূলকে ছেড়ে কংগ্রেসকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন মুকুল। বলেছেন, “এখানে তো তৃণমূল ফ্যাক্টর নয়। ফ্যাক্টর কংগ্রেস। এখানে এর আগে কংগ্রেস জিতেছে।” মানস বা তৃণমূলকে খাটো করে কংগ্রেসকে গুরুত্ব দেওয়ার মধ্যে অনেকেই চাণক্যের সুক্ষ কৌশল দেখতে পাচ্ছেন।
সে যাই হোক, সবংয়ে কী পদ্ম ফোটাতে পারবেন মুকুল! অন্তত বিগত নির্বাচনে সবংয়ে বিজেপির প্রাপ্ত ভোটের যে হার তা কোনও মতেই আশা জাগাচ্ছে না। আশা জাগাচ্ছেন শুধু একজনই, তিনি মুকুল রায়। বলছেন বিজেপির নেতা-নেত্রীরা। আর তৃণমূলের এক নেতার কথায়, “তৃণমূলের ১৫ শতাংশ ভোটকে যিনি ৪০ শতাংশ করেছিলেন তিনি মুকুল রায়। মুকুলের পক্ষে সব সম্ভব।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan