নীল বণিক :
যাঁদের সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী জোট গড়ার ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কলকাতায় এসে তাঁরাই কড়া সমালোচনা করল মমতার শিল্পনীতির।
সমাজবাদী পার্টির অষ্টম রাজ্য সন্মেলনে রাজ্যের শাসক দলের শিল্পনীতির কড়়া সমালোচনা করা হল। দলের পুস্তিকাতে বলা হয়েছে তৃণমূলের আমলে রাজ্যে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার যতই ঢাকঢোল পিটিয়ে শিল্পায়নের কথা বলুক, আদতে এ রাজ্যে শিল্পায়ন হয়নি বলে দাবি করা হয়েছে দলের প্রস্তাবে। সমালোচনা করা হয়েছে চা বাগানের পরিস্থিতি নিয়ে। চা বাগানের শ্রমিকরা বেকারত্বের জ্বালাতে ভুগছে বলেও দাবি করা হয়।
যদিও আজ, শণিবার বিকেলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অখিলেশ যাদব।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan