Breaking News
Home / TRENDING / লকডাউনের পর ভক্ত সংখ্যায় নজির গড়ল তিরুমালা, ভেঙ্কটেশর দর্শনে এসেছেন ২.৫ লক্ষ তীর্থযাত্রী

লকডাউনের পর ভক্ত সংখ্যায় নজির গড়ল তিরুমালা, ভেঙ্কটেশর দর্শনে এসেছেন ২.৫ লক্ষ তীর্থযাত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লকডাউন হওয়ার ৮০ দিন পর ১১ জুন খুলেছে তিরুপতি তিরুমালা ভেঙ্কটেশর মন্দির। এই মন্দির খোলার পর থেকেই এখানে ভক্তের সমাগম দেখা যায়। তিরুপতি তিরুমালা দেবস্থানম (TTD) বোর্ডের তরফ থেকে জানা গিয়েছে, এই মন্দিরে এখনও পর্যন্ত ২ লক্ষ ৯৯ হাজার ৫৬২ জন তীর্থযাত্রী অনলাইন ও অফলাইনে বুকিং করেছেন। মন্দিরে এসেছেন ২ লক্ষ ৫০ হাজার ১৭৬ জন। মন্দিরের কোষাগারে দক্ষিণা হিসেবে জমা পড়েছে ১৬.৭৩ কোটি টাকা। 

তবে করোনা পরিস্থিতির জন্য এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে একাধিক সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রবেশদ্বার গুলিতে বসানো হয়েছে স্যানিটাইজার মেশিন। জ্বর, সর্দি, কাশি থাকলে কোনও তীর্থযাত্রীকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া একাধিক জায়গায় অস্থায়ী দরজার মতো তৈরি করে জীবাণুনাশক হাইড্রোক্সিল প্রি রেডিক্যাল আয়ন কুয়াশার আকারে ছড়ানো হচ্ছে। যখন এই দরজার মধ্য দিয়ে তীর্থযাত্রীরা যাবেন, তখন তাঁদের ওপর এই তরল পদার্থ ছড়িয়ে পড়বে। এর ফলে অতিক্ষুদ্র ভাইরাসও ধ্বংস করা সম্ভব হচ্ছে। এ প্রসঙ্গে টিটিডি বোর্ডের ইও (EO) অনিল কুমার সিংহল বলেন, “তিরুমালা মন্দির কর্তৃপক্ষ কোভিড-১৯ নির্দেশিকা কঠোরভাবে মেনে চলছে। সংক্রমণ রুখতে মন্দির চত্বরে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে খুশি তীর্থযাত্রীরা।”

মন্দির খোলা থেকে এখনও পর্যন্ত ২১০০ জন তীর্থযাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মন্দিরের পরিচালন বোর্ডের ১০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

প্রসঙ্গত, ১২৮ বছর পর কোভিড-১৯ মহামারীর ও লকডাউনের জেরে দর্শনের জন্য ৮০ দিন বন্ধ ছিল তিরুমালা মন্দির। এর আগে ১৮৯২ সালে মন্দিরের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করা নিয়ে বিতর্ক তৈরি হয়। তখনই কিছুদিনের জন্য ভেঙ্কটেশর দর্শন বন্ধ ছিল তীর্থযাত্রীদের জন্য। 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *