ওয়েব ডেস্ক :
রাষ্ট্রপতি নির্বাচনে সনিয়া ও মমতার বৈঠকের পর চরম অস্বস্তিতে রাজ্য কংগ্রেস নেতারা। তাঁদের আরও অস্বস্তি বাড়িয়ে দিয়ে গেলেন এআইসিসি-র জেনারেল সেক্রেটারি তথা সাংসদ বি কে হরিপ্রসাদ। রাজ্য কংগ্রেসের সদর দফতরে বসে তিনি জানান বিরোধী ঐক্য সবার আগে জরুরি। তবে দিল্লির বৈঠক নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি বিজেপির বিরুদ্ধে বলতে এসেছি রাজ্য। তাই বিজেপিকে নিয়েই আমি বলব বলে জানান দিল্লির এই নেতা।