দেবক বন্দ্যোপাধ্যায়, নিউজ ডেস্ক :
খোকা ঘুমিয়ে পড়, নয় তো গব্বর এসে যাবে!
শোলে তে এই ছিল গব্বর সিং-এর ইউএসপি। ভয়। একদা মোদিকে গব্বর সিং (গব্বর সিং ট্যাক্স) বলা রাহুল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তাঁর এ হেন মোদি-মূল্যায়ন আরও একবার সামনে আনলেন। নয়াদিল্লিতে দলের সদর দফতরে বসে রাহুল বললেন, এখন আর মোদিকে ভয় পাচ্ছে না মানুষ। একই সঙ্গে তাঁর সংযোজন, এটাই এবারের নির্বাচনের সাফল্য।
যাঁরা বোঝাতে চাইছিলেন, তিনবারের জন্য মসনদে মোদি, তৃতীয় টার্মে এসে ফলাফলের একটু এদিক ওদিক হতেই পারে… ইত্যাদি ইত্যাদি, এদিন রাহুলের কথায় তাঁরাও হয়তো তাঁদের উত্তর পেয়ে গেছেন! রাহুল বলেছেন, মানসিক ভাবে ভেঙে পড়েছেন মোদি। তিনি মানসিক ভাবে বিপর্যস্ত। রাহুলের কথায়, মোদি কখনোই বাজপেয়ী বা মনমোহন নন। যিনি কোনও বিষয় বুঝবেন। যিনি অপরকে সম্মান দেবেন। (এখানে বলে রাখা ভালো, রাহুল সম্ভবত বিজেপির অন্দরমহলের সাম্প্রতিক মেজাজ অনুধাবন করেই শ্রদ্ধার সঙ্গে বাজপেয়ীর নাম স্মরণ করেছেন।বিজেপির মধ্যে এখন যে দুটো বিজেপি, অনেকের মতো রাহুলও সম্ভবত তাই মনে করেন। একটি বিজেপি আর একটি মোদিপন্থী।)
রাহুলের মতে মোদি মানে তিনি, যিনি কারও কথা শুনবেন না। অন্যকে ভয় দেখাবেন। কাউকে কথা বলতে দেবেন না। প্রশ্ন করতে দেবেন না। রাহুলের অনুধাবন, ‘২৪ এর নির্বাচনে সেই ভয় কেটেছে মানুষের। কেউ তাঁকে আর ভয় করে না। আর এটাই মোদির মানসিক বিপর্যয়ের কারন। বারাণসীতে মোদির গাড়ি লক্ষ্য করে উড়ে আসা চটির প্রসঙ্গও এদিন রাহুলের বক্তব্যে উঠে আসে। রাহুলের মতে ওই ‘চপ্পল’ আসলে ভয় কেটে যাবার প্রতীক।
নিট কেলেঙ্কারি সম্পর্কে এদিন রাহুল বলেছেন, সৎ ও যোগ্য লোকেদের বাদ দিয়ে, দলীয় পছন্দ অনুসারে মধ্যমেধার লোকেদের দায়িত্ব দিলে এমন ফলই ফলবে। এই কেলেঙ্কারির জন্য সরাসরি মোদিকেই দায়ী করেছেন রাহুল। রাহুলের কথায়, মোদি এখন স্পিকার কে হবে সেই নিয়ে চিন্তিত। নিট নিয়ে তিনি ভাবিত নন। গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত এই তিন রাজ্যেই তিনি প্রশ্ন ফাঁসের কথা বেশি শুনেছেন।
নিট নিয়ে যে সংসদে সরব হবেন তাঁরা, এদিন সে কথাও স্পষ্ট করেছেন রাহুল।