Home / TRENDING / বিরোধী প্রচার উড়িয়ে শহুরে ভোট বিজেপির, মমতাকে খোঁচা সিদ্ধার্থনাথের

বিরোধী প্রচার উড়িয়ে শহুরে ভোট বিজেপির, মমতাকে খোঁচা সিদ্ধার্থনাথের

দেবক বন্দ্যোপাধ্যায়:

নীল বণিক:

কিছুদিন আগে কলকাতায় এসে অমিত শাহ বলেছিলেন “আমাদের কাজটা কঠিন। জনমোহিনী নীতি ছেড়ে প্রকৃত উন্নয়নের লক্ষ্যে আমরা এমন পদক্ষেপ নিচ্ছি যা আপাতভাবে সাধারণ মানুষের কাছে অপ্রিয় মনে হতে পারে”। নোটবন্দি বা জিএসটি-র মত পদক্ষেপ নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। এমনকি অর্থনীতিবিদরাও এইসব ইস্যুতে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বিতর্কের সুযোগ নিয়ে বিরোধীরাও মাঠে নেমেছে মোদি সরকারের মুণ্ডপাত করতে। ভাল-মন্দের তুলনামূলক আকাদেমিক মূল্যায়ণ এড়িয়ে কোনও কোনও মহল জনপ্রিয়তার সস্তা বাজার ধরতেও নেমে পড়েছে। এমতাবস্থায় জনগণের রায় মোদি-অমিত জুটির জন্যে খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল। বিশেষ করে গুজরাত নির্বাচনের আগে।

এমন সময়ে শহুরে এবং একই সঙ্গে সংখ্যালঘু ভোটারদের হাতেগরম মতামত তাঁরা পেয়ে গেলেন উত্তরপ্রদেশের পৌর নির্বাচনের ফলাফলে।

নোটবন্দি, জিএসটি এমনকি মুখ্যমন্ত্রীর পদে যোগীকে মনোনীত করার মোদির সিদ্ধান্তের বিরুদ্ধ সমালোচনা — সবকিছুই উড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের সাধারণ মানুষ। গুজরাত নির্বাচনের আগে হাসি ফুটল মোদি-অমিতের মুখে।

এদিকে উত্তরপ্রদেশ ভোটের ফলাফল দেখে রাজ্যের শাসক দল একেবারেই চুপ। উত্তরপ্রদেশের পুরনির্বাচনে যোগীর জামানত জব্দ হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব হিসেব উল্টে উত্তরপ্রদেশ পৌর নির্বাচনে মোদি-ঝড় অব্যাহত রইল। ষোলটি পুরসভা নির্বাচনে তেরোটি ধরে রাখল বিজেপি। আর তিনটি গেল মায়াবতীর বিএসপি-র হাতে। কংগ্রেসের হাল একেবারেই শোচনীয়। লখনৌ, অযোধ্যা, কাণপুর , মথুরা সহ হিন্দু ভোটার বেশি এমন পুরসভা গুলিতে বিজেপি তো ভাল ফল করলই, এমনকি তিন তালাক, গোমাংস বন্ধের ইস্যু নিয়ে সংখ্যালঘু এলাকা গুলিতে প্রচারে ঢল তুলেছিল কংগ্রেস সহ বিরোধীরা। তবে ভোট বাক্স খুলতেই সবাইকে অবাক করে দিয়ে সংখ্যালঘু অধ্যুষিত পুরসভা গুলিও গেল বিজেপির দখলে। আলিগড়, মোরাদাবাদ, গোরখপুর, ফিরোজাবাদ , গাজিয়াবাদের মত সংখ্যালঘু ভোটার বেশি, এমন পুরসভাতেও পদ্ম ফুটেছে। সাহারানপুর, আগ্রা , মিরাট দখলে গেছে বিএসপির। উত্তরপ্রদেশের এই ফলাফলে আপ্লুত যোগী-সরকারের মুখপাত্র সিদ্ধার্থ নাথ সিংহ। তিনি বলেন, “আমরা তুষ্টিকরণের রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতি করেছি।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সিদ্ধার্থনাথের মন্তব্য, “পশ্চিমবঙ্গের সংখ্যা লঘু ভোটাররা এবার আমাদের কথাই ভাববেন।”

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *