নিউজ ডেস্ক , চ্যানেল হিন্দুস্থান:
বেশ কয়েক মাস ধরে অসুস্থ বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায়। গতকাল রাতে অর্থাৎ বুধবার সন্ধে 7.30 নাগাদ মাথা ঘুরে মাটিতে পড়ে যান। নিজের বাড়ির রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের পাশে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। অনুমান করা হচ্ছে, সিলিন্ডারে মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়েছে। তিনি বেশ কিছুক্ষণ তিনি ওখানেই অজ্ঞান পড়ে থাকেন, বলে জানা যাচ্ছে। অবশেষে বাড়ির লোক জানতে পারলে, বুধবার রাতেই প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা খারাপ হতে থাকে। তারপর কল্যাণী হাসপাতাল থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয় পরিবার সূত্রে খবর। পরিবার সূত্রে খবর, রাত ১ নাগাদ তড়িঘড়ি সার্জারি হয় মুকুল রায়ের। সার্জারির পর, ভেন্টিলেশনে রাখা হয়েছে।
ডাক্তারি সূত্রে খবর, অবস্থা সংকটজনক। জানা গিয়েছে প্রবীন এই নেতার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, ‘এখনই বাবার শারীরিক অবস্থা ভালো বলা যাবে না, আজ ডাক্তার দেখবেন, তারপর বোঝা যাবে শারীরিক অবস্থা কেমন’।