চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চলতি মাসেই উত্তরবঙ্গ সফর সেরেই সোজা গোয়া উড়ে যাবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৮ অক্টোবর তিনি উত্তরবঙ্গ থেকে ফিরেই গোয়ার উদ্দেশে রওনা দেবেন। বেশ কয়েকটি কর্মসূচি স্থির হয়েছে সেখানে। তাতে যোগ দিয়ে ২ দিনের সফর সেরে সম্ভবত ১ নভেম্বর মুখ্যমন্ত্রী ফিরবেন কলকাতায়। তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে দ্বীপরাজ্যে। ১ নভেম্বর সম্ভবত তিনি কলকাতায় ফিরবেন। ৪ নভেম্বর তাঁর বাড়িতে কালীপুজো। গোয়ায় রাজনৈতিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে আগেই দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সেখানে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা সাতদিন গোয়ার মাটি কামড়ে তাঁরা পড়েছিলেন। তাঁদের হাত ধরে সেখানে কয়েকজন তৃণমূলে যোগদানও করেন। ইতিমধ্যে জাতীয় স্তরের দুই খেলোয়াড় ডেনজিল ফ্রাঙ্কো, লেনি-ডা-গামা। অক্টোবরের ২ তারিখ প্রাক্তন ভারতীয় ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো এবং বক্সিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লেনি-ডা-গামা তৃণমূলের পতাকা হাতে নিয়ে আনু্ষ্ঠানিকভাবে যোগ দেন। এমন রাজনৈতিক জমি তৈরির পর চলতি মাসের শেষেই গোয়া উড়ে যাচ্ছেন মমতা।
ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, গোয়ার বিধানসভার ভোটে এককভাবে লড়াই করবে তৃণমূল। আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁর এই গোয়া সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এর আগে ত্রিপুরায় সংগঠন বৃদ্ধির ভার সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর দিয়েছেন তৃণমূল নেত্রী। তাই সেখানে বাধা পেয়েও বারবার ছুটে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। কিন্তু গোয়ার ক্ষেত্রে রাজনৈতিক জমি শক্ত করতে যাচ্ছেন স্বয়ং নেত্রীই। সেখান থেকে ঠিক কতটা আশা নিয়ে ফেরেন তিনি, সেদিকে নজর থাকছে সবপক্ষের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news