নীল বণিক :
এই রাজ্য ক্রমেই কী জঙ্গীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে!
কেন্দ্র বারবার এই অভিযোগে রাজ্য সরকারকে বিঁধেছে। কেন্দ্রের আনা অভিযোগ রাজ্য সরকার সেভাবে কোনওদিনই গ্রাহ্য করেনি। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা বারবার এরাজ্য থেকে জঙ্গিদের গ্রেফতার করেছে। বিহারের বুদ্ধগয়ায় বিস্ফোরণ ঘটানোর চেষ্টায় অভিযুক্ত দুই জেএমবি জঙ্গিকে বৃহস্পতিবার গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আমিরুল ও পয়গম্বর নামে এই দুই জঙ্গিকে গ্রেফতার করা অবশ্যই একটি বড়সড় সাফল্য এসটিএফের। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ছক ছিল ধর্মগুরু দলাই লামাকে খুন করার। আর সেইজন্যই বুদ্ধগয়াতে বিস্ফোরক রাখা হয়েছিল বলে জানতে পারে কেন্দ্রীয় গোয়েন্দারা। জামাত উল মুজাহিদিনের এই দুই সদস্যকে বুধবার রাতেই মুর্শিদাবাদ ও দার্জিলিঙের ফাঁসিদেওয়া থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের বাঙ্কশাল কোর্টে তোলা হয়। গত ২০ জানুয়ারি বুদ্ধগয়ায় দলাই লামার সফরের সময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হয়েছিল।