নীল বণিক
রামনবমীর সকালে বীরভূমের রামপুরহাটে অস্ত্রমিছিল করার জন্যে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে এফআইআর করল রামপুরহাট থানার পুলিশ। সুত্রের খবর, লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা করেছে। রবিবার লকেট চ্যাটার্জীর নেতৃত্বে রামপুরহাট শহরে রামনবমীর একটি মিছিল বার করে বীরভূমের বিজেপি কর্মীরা। সেই মিছিলে লকেট চ্যাটার্জী সহ বিজেপির মহিলা সদস্যেরা ত্রিশূল হাতে মিছিল করেন। লকেট জানিয়েছেন, সাংবাদিক ও কর্মীদের কাছ থেকেই তাঁর বিরুদ্ধে করা এফআইআরের কথা জানতে পারেন। তিনি বলেন, মমতা ব্যানার্জী নতুন করে অস্থিরতা তৈরী করতেই তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। আইনেইর পথেই মমতার পুলিশকে জবাব দেওয়া হবে বলে জানান লকেট।