নিজস্ব সংবাদদাতাঃ
কেম্ব্রিজ অ্যানালিটিকার তথ্য চুরি কাণ্ডে ফেসবুকের নাম জড়িয়ে পড়ায় ক্ষমা চাইলেন ফেসবুক নির্মাতা মার্ক জুকারবার্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি এবং ব্রিটেনের তিনটি খবরের কাগজে একপাতার একটি চিঠি লিখে ক্ষমাপ্রার্থনা করেন জুকারবার্গ। ফেসবুক কেন বিশ্বের বৃহত্তম সোশাল নেটওয়ার্কিং সাউট তা তাঁর চিঠিতেই প্রমাণ করলেন জুকারবার্গ। ভুলের দায়িত্ব স্বীকার করে জুকারবার্গ লেখেন, আপনাদের তথ্য সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। আর তা আমরা না করতে পারলে আমাদের সোশাল নেটওয়ার্কিং-এ থাকা উচিত না। তবে, পাশাপাশি জুকারবার্গ এও বলেন, তাঁর সংস্থা ইতিমধ্যেই থার্ড পার্টি কোম্পানীগুলিকে তথ্য দেওয়ার ব্যাপারে কড়াকড়ি শুরু করেছে। জুকারবার্গের এই বিজ্ঞপ্তির পর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিশ্বাস ফের ফিরে আসবে বলেই মনে করা
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan