Home / TRENDING / মুঘলরা কোনওদিনই আমাদের হিরো নয় আগ্রায় মুঘল মিউজিয়ামের নাম বদলে দিলেন যোগী

মুঘলরা কোনওদিনই আমাদের হিরো নয় আগ্রায় মুঘল মিউজিয়ামের নাম বদলে দিলেন যোগী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগ্রায় তৈরি মুঘল মিউজিয়ামের (Mughal Musium) নাম বদলের কথা ঘোষণা করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মিউজিয়ামের নতুন নাম হবে মারাঠা বীর ছত্রপতি শিবাজীর নামে।আগ্রার উন্নয়ন নিয়ে হওয়া সোমবার এক বৈঠকে বলেন,মুঘলরা আমাদের হিরো হন কিভাবে, যেসব জায়গায় দাসত্বের গন্ধ আছে তা মুছে ফেলার সরকার।

সোমবার আদিত্যনাথ বলেন,আগ্রার তৈরী মিউজিয়ামের নামকরন করা হবে ছত্রপতি শিবাজির নামে।এদিকে গত তিন বছর থাকাকালীন রাজ্যের একাধিক জায়গার নাম বদলে দিয়েছেন আদিত্যনাথ।আলাহাবাদের নাম হয়েছে প্রয়োগরাজ।আবার ২০১৫ সালে আগ্রায় তাজমহলের কাছেই ওই মিয়জিয়ামটি তৈরির পরিকল্পনা করে অখিলেশ যাদব, নির্মান শুরু হয় ২০১৬ সালে।ঠিক করা হয় মিউজিয়ামের গুরুত্ব দেওয়া হবে মুঘল সংস্কৃতি সেই আমলের জিনিস্পত্র,ছবি,খাবার অন্যাণ্য সব বিষয়ের ওপর।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *