নিজস্ব সংবাদদাতা :
আজ, রবিবার সরকারিভাবে যুবভারতী স্টেডিয়াম ফিফার তত্ত্বাবধানে চলে যাবে। মাঠ আগেই তুলেই দেওয়া হয়েছিল, এবার অনূর্ধ্ব–১৭ যুব বিশ্বকাপের জন্য যুবভারতীর নীচের অংশটা ফিফার অধীনে চলে যাবে। হস্তান্তর করবে রাজ্য সরকার। বিশ্বকাপের জন্য ফিফার সদর দপ্তর হবে স্টেডিয়ামের পাশের হায়াত হোটেলে। আজকের পর থেকে স্টেডিয়ামের নানান কাজ শুরু করে দেবে ফিফা। জেনারেটর ও অন্যান্য সরঞ্জাম চলে এসেছে। স্টেডিয়ামের ভিআইপি বক্স, প্রেস বক্সের কিছুটা কাজ বাকি রয়েছে। তা কয়েকদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। আজ দুপুরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রাক্তন তারকা ফুটবলারদের নিয়ে যুবভারতীতে উপস্থিত থাকবেন। সাংবাদিক বৈঠকও করবেন। দুপুর ১টায়। সংবাদমাধ্যমকে ছবি তুলতে দেওয়া হবে। মন্ত্রীর সঙ্গে হাজির থাকবেন বিশ্বকাপের এলওসি জেভিয়ার সেপ্পি।