নিজস্ব সংবাদদাতা :
জানেন গ্যালিরেতে এমন একজন বসেছিলেন, যার মাঠে ঢোকার সময় থেকেই মন খারাপ। স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার। তা পূরণ হয়েছে। যুবভারতীতে ফাইনাল খেলব। এটা স্বপ্ন অধরাই রয়ে গেছে। শনিবার রাতে যুবভারতীর গ্যালারিতে বসে তাই মন খারাপ ভারতের অনূর্ধ্ব–১৭ টিমের বাঙালি অভিজিৎ সরকার। ‘আমাদেরও সুযোগ ছিল এখানে ফাইনাল খেলার। কিন্তু সুযোগ মিস করেছি। খেলায় হার–জিত আছে। ওসব অতীত।’ অনূর্ধ্ব–১৯ এএফএসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্ব থেকে থেকে বাদ পড়েছে। পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানান, তাদের ‘টার্গেট’ এখন অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। প্রস্তুতি দারুণ চলছে। এখন পাখির চোখ অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। ১৫ তারিখ দিল্লিতে ক্যাম্পে যোগ দিচ্ছে। অভিজিতের ভোট , ‘আমার দল ভারত। এর বাইরে অন্য দলকে সাপোর্ট করি না।’ খেলা দেখতে ঢোকার সময় যুবভারতী ঘুরে দেখছিলেন। নতুন সাজে গড়ে ওঠা যুবভারতী দেখে আফসোস করছিলেন।
চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan