নীল বণিক
নিজের প্রাণ বাঁচাতে এবারে দিল্লিতে যেতে চান মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গ। এএসআই অমিতাভ মালিকের মৃত্যুর পর পাহাড়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ। নিহত পুলিশ কর্মীর মৃত্যুর প্রতিশোধ তুলতে গিয়ে নীচু তলার পুলিশের হাতে এনকাউন্টার হওয়ার সম্ভাবনা দেখছেন মোর্চা সুপ্রিমো। তাই দিল্লি গেলেই সেই সম্ভাবনা আর থাকবে না বলেও মনে করেছেন গুরুঙ্গপন্থীরা। দলীয় সূত্রের খবর, গুরুঙ্গ নিজেই এই বিষয়ে দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। কমিটির সদস্যরা এবিষয়ে মোর্চা সুপ্রিমোকে সমর্থনও করেছেন।
অপরদিকে, মোর্চা সুপ্রিমো দিল্লিতে যাওয়ার পেছনেও রয়েছে অন্য ছক। আলাদা রাজ্যের দাবিতে যন্তরমন্তরে গিয়ে ধর্ণায় বসতে চান মোর্চা সুপ্রিমো। সেখানে যদি তাঁকে গ্রেফতার হতে হয় তাহলে তো আখেরে লাভ হবে মোর্চা সুপ্রিমোরই। গোর্খাল্যান্ডের দাবিতে গ্রেফতার হলে পাহাড়ের জনগণের কাছে নিজেকে ‘হিরো’ হিসেবে প্রমাণ করবেন তিনি। আর তাতেই জিটিএ-এর নতুন চেয়ারম্যান বিনয় তামাংকে যথেষ্ট চাপে ফেলা যাবে বলেও মনে করছেন গুরুঙ্গপন্থীরা।
মোর্চা সুপ্রিমো যে পরিকল্পনাই করুক না কেন রাজ্য পুলিশ কোনও ভাবেই মোর্চা সুপ্রিমোকে দিল্লি যেতে দিতে নারাজ। আর সেকারণেই তাঁকে ধরতে রীতিমতো ছক কষছেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। সড়ক পথে দিল্লি যাওয়ার সমস্ত রুটে নজরদারি শুরু করেছে গোয়েন্দারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan