চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
গোটা ভারতেই শেষ হয়েছে তাপপ্রবাহ কমলেও গরম থাকবে, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। একাধিক রাজ্যে এবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত বঙ্গে চলবে বৃষ্টিপাত। বৃহস্পতিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই দুই বঙ্গে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কালবৈশাখীর জেরে জেলায় জেলায় কিছুটা হলেও কমেছে গরম।
ঝড়-বৃষ্টিতে নেমেছে তাপমাত্রাও। এই পরিস্থিতি একটু স্বস্তি মিলবে গোটা সপ্তাহ জুড়েই। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। মালদা এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
কালবৈশাখীর জেরে কলকাতায় তাপমাত্রা অনেকটাই কমেছে। গরমের জ্বালা জুড়িয়েছিল শহরে। ঝোড়ো হাওয়া আর ধুলোর ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছিল শহরের একাধিক এলাকা, সঙ্গে চলেছিল প্রবল বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা অন্যদিনের মতো স্বাভাবিক। বৃহস্পতিবার দিনভর আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৪ থেকে ৮৮ শতাংশের মধ্যে। ফলে ভ্যাপসা, গুমোট গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে।