চ্যানেল হিন্দুস্থান ডেস্ক:
WBCS দের সঙ্গে বৈঠক, আর সেখান থেকেই করা বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের। টাউন হলের এই বৈঠক থেকেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন ” আমাদের একাধিক প্রকল্পে কোন টাকাই দেয় না। দেখুন সেই ডিসেম্বর মাস থেকে টাকা দিচ্ছে না।
” নির্দিষ্ট ভাবে মুখ্যমন্ত্রী বলেন ,” ১০০ দিনের কাজের টাকাটা ও দিচ্ছে না। যেন নিজের পকেট থেকে টাকা দিচ্ছে এই ধরণের ভাব। ”
তাঁর আরও অভিযোগ, ” আমাদের এখান থেকে টাকা তুলে সেখান থেকেই
দিচ্ছে, তাও দিতে চাইছে না ,রাজ্যের টাকাতে ও থাবা বসাচ্ছে কেন্দ্র।
জিনিস পত্রের দাম বাড়িয়ে চলেছে, অথচ গরিব মানুষের একশো দিনের টাকা দিতে পারছে না!”
তবে কেন্দ্রের কারণেই যে রাজ্যর উন্নয়নের কাজে বাঁধা হচ্ছে বলে বলে মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
” রাজ্য ও কেন্দ্রের কাজ ভাগ করা থাকে, আমাদের কাজে সমস্যা হ সমাধান করতে পারি, কিন্তু কেন্দ্রের জন্যে তৈরী সমস্যার সমাধান আমি কিভাবে করব?”