Breaking News
Home / TRENDING / শিল্প চাই, তার আগে চাই স্থায়ী শান্তি, বলছে পাহাড়

শিল্প চাই, তার আগে চাই স্থায়ী শান্তি, বলছে পাহাড়

ঈষাণিকা ভোরাই :

দু’দিনের হিল বিজনেস সামিটে যোগ দিতে পাহাড়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় বৃষ্টিস্নাত দার্জিলিং-এ এসে পৌঁছান তিনি। তাঁর সঙ্গেই এদিন পাহাড়ে আসেন একঝাঁক মন্ত্রী, আমলা। মঙ্গলবার থেকে ম‍্যাল চৌরাস্তায় শুরু হতে চলা দুদিনের এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার কথা হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রাকেশ মিত্তাল সহ বেশকিছু প্রথম সারির শিল্পপতির। পাহাড়ে লগ্নী টানতে এই প্রথমবার এই ধরনের শিল্প সম্মেলন হচ্ছে দার্জিলিং-এ। শিল্প সম্মেলনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ১০০ দিনের বেশি অচল হয়ে থাকা পাহাড়। সেই স্বপ্নের কথা শোনা গেল জিটিএ-র অস্থায়ী চেয়ারম্যান বিনয় তামাঙ্গের মুখে, “আমরা এই শিল্প সম্মেলন নিয়ে খুব আশাবাদী। প্রচুর শিল্পপতি আসছেন। আশা করছি, পাহাড়ে বিনিয়োগের বিষয়ে প্রচুর প্রস্তাব আসবে”। বিনয় তামাঙ্গের মতো এক‌ই রকম আশাবাদী ‘সিআইআই’-এর উত্তরবঙ্গ আঞ্চলিক শাখার চেয়ারম্যান রাজীব লোচনও। তাঁর কথায়, “আমরা এই শিল্প


সম্মেলন নিয়ে খুব আশাবাদী। আশা করছি শিক্ষা, চা, পর্যটন শিল্পে বিনিয়োগের প্রস্তাব আসবে”। তবে সতর্কবার্তাও শুনিয়েছেন তিনি। “আগে পাহাড়ে পাকাপাকিভাবে শান্তি ফেরানোর নিশ্চয়তা দিতে হবে”। পাহাড়ের সাধারণ মানুষের বক্তব‍্য‌ও প্রায় তাই। অবশ‍্য শিল্পের চেয়ে এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা তাদের কাছে অনেক বেশি কাম‍্য। এখন দেখার বিষয় মুখ‍্যমন্ত্রীর এই উদ‍্যোগে দার্জিলিং পাহাড়ে এক‌ই সঙ্গে শিল্প ও শান্তি কায়েম হয় কী না!

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *