নিজস্ব সংবাদদাতা
উত্তরপ্রদেশের মির্জাপুরে ১০০ মেগাওয়াটের সৌরপ্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন। ৫০০ কোটি টাকার এই সৌর কেন্দ্রটি ফরাসি কোম্পানী এঞ্জি তৈরি করেছে। এই সৌরকেন্দ্র থেকে বছরে ১৫.৬ কোটি বিদ্যুৎ তৈরি হবে। এরপর মোদি এবং ম্যাক্রন আস্সিঘাট থেকে গঙ্গাবক্ষে নৌকা বিহারে যান। নৌকা বিহার করে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত যান তাঁরা। হেলিকপ্টার থেকে বেনারসের ঘাটে নজর রাখছিল নিরাপত্তারক্ষীরা। হাই প্রোফাইল নৌকা বিহারের এক ঝলক পেতে ঘাটের ধারে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan