নীল বনিক:
র্যানসামওয়্যারের হাত থেকে সম্পূর্ন মুক্ত ভারতীয় স্টেটব্যাঙ্কের এটিএম পরিষেবা। সারা রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম রয়েছে প্রায় ৩২০০টি। কোনও এটিএম কাউন্টারেই র্যানসামওয়্যারের ভাইরাস থাবা বসাতে পারেনি বলে জানালেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা জোনের চিফ জেনারেল ম্যানেজার পার্থ প্রতীম সেনগুপ্ত। এই ব্যাপারে গ্রাহকদের অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন তিনি। সঙ্গে এও বলেন,স্টেট ব্যাঙ্কের নিজস্ব আইটি পলেসি থাকায় মারণ এই ভাইরাস স্টেট ব্যাঙ্কের কোনও ক্ষতিই করতে পারেনি। তবুও প্রশ্ন যখন গ্রাহকদের সুরক্ষার, তখন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে স্টেট ব্যাঙ্ক। কেন্দ্রীয় সার্ভারে বেশ কয়েকটি অ্যান্টি ভাইরাস লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কতৃপক্ষ, যাতে সুরক্ষিত থাকবে এটিএম। সেক্ষেত্রে যদি কেন্দ্রীয়ভাবে নাও হয় তবে প্রত্যেক কাউন্টারেই অ্যান্টিভাইরাস লাগানও হবে বলে জানান তিনি। সেই ক্ষেত্রে কয়েকঘণ্টা এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানান পার্থ প্রতিম সেনগুপ্ত।