চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মাও পন্থী কবি তথা সমাজ কর্মী ভারভারা রাও গুরুতর অসুস্থ। জেলবন্দী অবস্থায় তাঁর অবস্থা আরও করুন হয়ে পড়ছে। এমতাবস্তায় ভারভারা রাওয়ের (Varvara Rao) মুক্তির দাবি জানাল তাঁর পরিবার। ২০১৮ সালে পুনে থেকে গ্রেফতার হন এই অশীতিপর সমাজকর্মী। এলগার পরিষদ কেসে তাঁকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। তারপর থেকেই জেলে রয়েছেন তিনি। মাঝে গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের জেজে হাসপাতালে ভর্তি হন এই মাও দর্শনে এই বিশ্বাসী কবি। কিন্তু সুস্থ হলে তাঁকে আবারও জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া।
সূত্রের খবর, জেলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারভারা। সেই খবর পৌঁছেছে তাঁর পরিবারের কাছে। তাই ৮১ বছর বয়সী এই কবির যেনতেন প্রকারে মুক্তি চাইছেন পরিবারের সদস্যরা। সেই কারণেই তাঁরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রেড্ডি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে আবেদন জানিয়েছেন। পরিবারের দাবি, জেলে ভারভারা রাওয়ের কোনও চিকিৎসা হচ্ছে না। বাড়িতে এনে পরিবারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা প্রয়োজন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news