প্রসেনজিৎ ধর :
ডেঙ্গিকে ডেঙ্গি বলা যাবে না– রাজ্যজুড়ে এমন আবহের মধ্যেই উত্তরপাড়ার মুখ পুড়ল ব্লিচিংয়ে!
বিষয়টি একটু পরিস্কার করার দরকার আছে।
হুগলী জেলা বি জে পির উদ্যোগে সোমবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ জেলার বেশ কিছু হাসপাতলে ডেঙ্গি নিয়ে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসুচি ছিল, সেই মোতাবেক এদিন ডেপুটেশন দিতে আসে বেশ কিছু বি জে পি নেতা-কর্মীরা উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে। ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসার পথে চোখে পড়ে উত্তরপাড়া-কোতরং পৌরসভার সাফাই বিভাগের কর্মীরা ব্লিচিং পাউডার দিচ্ছে হাসপাতাল ও তার লাগোয়া নর্দমাগুলিতে।তাই দেখে বি জে পি কর্মীরা বাহবা দিতে এগিয়ে যান। তাঁদের কথা মত এগিয়ে গিয়ে তাঁদের চক্ষু চড়কগাছ। তাঁরা দেখতে পান যে ব্লিচিং পাউডারের বদলে দেওয়া হচ্ছে আটা ও ময়দা। বি জে পি জেলা সভাপতি ভাস্কর ভট্রাচার্য্যর অভিযোগ আমাদের কর্মীরা সঠিক সময় পৌঁছনোয় মানুষের সামনে সত্য তুলে ধরতে পারলাম, এত দিন মানুষ শুনেছে তৃণমূল সরকার কি ভাবে দ্বিচারিতা করছে আজ স্পষ্ট হয়ে গেল ব্লিচিং- এর বদলে আটা ময়দা দেওয়া হচ্ছে। এদিকে এই বিষয়ে উত্তরপাড়া কোতরং পৌরসভার পৌরপ্রধানের সাথে যোগাযোগ করলে বলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা যদি এটা হয়ে থাকে তাহলে কাল আবার কোথাও না কোথাও ব্লিচিং পাওডার দেওয়া হবে ওরা এসে প্রমান করুক, প্রচারের আলোয় আসার জন্য অনেক কিছু মিথ্যা কে সত্যি করে থাকে ওরা।পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (স্বাস্থ্য ) সুব্রত মুখার্জী বলেন, যদি আটা ময়দা দিয়ে থাকে তাহলে তো কাল সকালে পিঁপড়ে হয়ে যাবে আমরা কাল যাব দেখবো কোথায় পিঁপড়ে হয়েছে।
পুরকর্তারা যাই বলুন, বিজেপি নেতারা পুরসভারই গাড়ি থেকে ব্লিচিং-এর প্যাকেট থেকে তথাকথিত ব্লিচিং নিজের জিভে ঠেকিয়ে পথচারীদের দেখিয়েছেন এবং বলেছেন, এটা ব্লিচিং নয় আটা। দেখুন সেই ছবি।
(দেখুন ভিডিয়ো)
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/11/mukul-roy-wellcome-to-kolkata/