নিজস্ব সংবাদদাতা :
আরও একটি তিন তালাকের ঘটনা উঠে এল। এবার মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে। শবনম নামের এক মহিলাকে তাঁর স্বামী ১০০ টাকার স্ট্যাম্প পেপারে তিন তালাক দেন বলে অভিযোগ করেন তিনি। শবনম জানিয়েছেন, পণের দাবিতে স্বামী প্রায়ই মারধর করতেন তাঁকে। সোমবার পোস্ট অফিস থেকে তাঁর কাছে একটি চিঠি আসে। খাম খুলে শবনম দেখেন ১০০টাকার স্ট্যাম্প পেপারে তাঁকে তালাক দিয়েছেন স্বামী। ঘটনায় তিনি থানায় স্বামী সহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, রাজ্যসভায় চলতি অধিবেশনেই তিন তালাক বিল পাস করাতে বিরোধীদের সহযোগিতা চেয়েছেন মোদি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan