নিজস্ব সংবাদদাতা :
এবার ধর্ষণের শিকার আট মাসের শিশু। অভিযুক্ত শিশুটির আত্মীয়। ঘটনা দিল্লির শকুরবস্তি এলাকার। ওই শিশুটির বাবা পেশায় দিনমজুর, মাকেও কাজে বেরোতে হয়। সোমবার কাজে যাওয়ার আগে শিশুটিকে তার জেঠুর বাড়ি রেখে যান তাঁরা। ফিরে এসে শিশুটির জামায় রক্ত দেখে জেঠিমাকে জিজ্ঞেস করেন শিশুটির মা। কিন্তু শিশুটির জেঠিমা কোনও উত্তর দিতে পারেননি। এরপর ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি পুলিশে ডায়রি করার পরামর্শ দেন। শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে। ঘটনায় শিশুটির ২৭ বছরের জেঠতুতো দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan