নিজস্ব প্রতিনিধি :
ত্রিনিদাদের বিশ্বকাপার উলফ খেলছেন এখন টালিগঞ্জ অগ্রগামীতে। সেই উলফকে টার্গেট করল ইস্টবেঙ্গল। লালহলুদ কোচ খালিদ জামিল না-দেখা বিদেশির থেকে বেশি পছন্দ করছেন ভারতে খেলা চেনা বিদেশি ফুটবলারকে। ক্লাব কর্তারাও সেটাই চাইছেন। তাতে একটা সুবিধা খেলোয়াড়টির নাড়িনক্ষত্র জানা থাকে কোচের। তাই ত্রিনিদাদের বিশ্বকাপার উলফকে দলে নিতে চাইছেন কোচ খালিদ জামিল। তাঁর পছন্দের ফুটবলার। উলফকে নেওয়া হবে আই লিগ-এর জন্য। যেমন ডিপান্ডা ডিকা নিচ্ছে সবুজমেরুন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :
কলকাতায় মারাদোনার দলে তিনিও খেলবেন, দেখে নিন, নামটা খুশি করবে