Breaking News
Home / TRENDING / আর কয়েকমাস তারপরেই বিজেপিতে মিশে যাচ্ছে তৃণমূল

আর কয়েকমাস তারপরেই বিজেপিতে মিশে যাচ্ছে তৃণমূল

নীল বণিক :

তবে কী এবার তৃণমূলে উল্টোপুরাণ শুরু হল! এতদিন পর্যন্ত সংবাদমাধ্যমগুলো তাদের নিউজপ্রিন্ট খরচা করেছে কংগ্রেস-সিপিএম ভেঙে রাজনৈতিক নেতা কর্মীরা যোগদান করছে তৃণমূলে। পাহাড়ে গুরুঙ্গের হাত ধরে উল্টো ছবি আসতে শুরু করেছে। ইতিমধ্যেই পাহাড়ে তৃণমূল ভেঙে গোর্খা জনমুক্তি মোর্চায় যোগদান শুরু হয়ে গেছে বলে খবর। একইভাবে ত্রিপুরার গোটা তৃণমূলই মনস্থির করে ফেলেছে তারা বিজেপিতে যোগদান করবে। কারণ তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব নাকি ত্রিপুরাবাসীর কোনও খোঁজ খবরই রাখে না। শুধুমাত্র সাইনবোর্ড দেওয়া ছাড়া তাঁদের আর কোনও অবদানই নেই। তাই এখনই প্রকাশ্যে না বললেও ত্রিপুরার তৃণমূল নেতারা নিজেদের মধ্যে এই নিয়ে একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁরা যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তা একরকম নিশ্চিত। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুদীপ রায় বর্মন এবং তাঁর সঙ্গে আরও একঝাঁক নেতা। দলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের হাত ধরেই তাঁদের কংগেস ছেড়ে তৃণমূলে আসা। তবে এখনই এব্যাপারে মুখ খুলতে চাইছে না কোনও পক্ষই।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *