Breaking News
Home / TRENDING / ত্রিপুরায় নতুন ‘টিম তৃণমূল’ গড়লেন মমতা-অভিষেক

ত্রিপুরায় নতুন ‘টিম তৃণমূল’ গড়লেন মমতা-অভিষেক

ত্রিপুরায় নতুন ‘টিম তৃণমূল’ গড়লেন মমতা-অভিষেক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বাংলা দখলের পর তাদের লক্ষ্য যে ত্রিপুরা তা আগেই বোঝা গিয়েছিল। এ বার সেই লক্ষ্য পূরণে আরও এক পদক্ষেপ নিল মমতা বন্দোপাধ্যায়ের দল। এই পদক্ষেপে বুধবার মহালয়ার দিন দেবীপক্ষের শুরু তে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা করল কালীঘাট। তৃণমূলের তরফে ১৯ জনের রাজ্য কমিটি গঠন করা হয়েছে। ১৯ জনের রাজ্য কমিটির আহ্বায়ক করা হয়েছে সুবল ভৌমিককে। এছাড়াও কমিটিতে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, আশিস লাল সিং, কৃষ্ণধন নাথ, দেবব্রত দেবরায়, আব্দুল বাসিত খান, ত্রিদীব দত্ত, শম্পা দাস, কল্প মোহন ত্রিপুরা, মোমিন খান, নীলকান্ত সিনহা, শর্মিষ্ঠা দেব সরকার, রবি চৌধুরী, শিবানী সেনগুপ্ত, ইদ্রিশ মিঞা, অঞ্জন চক্রবর্তী, অনিতা দাস ও মিলন জামাতিয়া প্রমূখ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ত্রিপুরায় বিধানসভা ভোটকে পাখির চোখ করে নতুন ‘টিম তৃণমূল’ তৈরি করা হয়েছে। নতুন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব ও তৃণমূল নেতা সুবল ভৌমিককে সামনে রেখেই নতুন এই রাজ্য কমিটি তৈরি করা হয়েছে। সেই সঙ্গে যুব সংগঠনকে মজবুত করতেও নতুন কমিটি গড়ল জোড়াফুল শিবির। গত কয়েক মাসে ত্রিপুরায় গিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রথম সারির নেতারা। গেছেন অভিষেক বন্দোপাধ্যায়ও। সেখানে গিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলকে প্রাসঙ্গিক করে তুলেছেন চাইছেন তাঁরা। তবে ত্রিপুরার রাজনীতির কারবারিদের মধ্যে আলোচনা, শুধু কমিটি গড়লেই হবে না, নীচু স্তরে সংগঠন গড়তে পারলেই ত্রিপুরায় সাফল্য পাবে তৃণমূল।

যুব সংগঠনের জন্য যুব কমিটিও গঠন করা হয়েছে। সেই যুব কমিটিতে নতুন আহ্বায়ক করা হয়েছে বাপ্টু চক্রবর্তী। এছাড়াও রয়েছেন রাকেশ দাস, শান্তনু সাহা, জাকির হুসেন, উত্তম কালুই, মৃণাল কান্তি দেবনাথ, সুমন দে, চিরঞ্জিত পাল, সোলাঙ্কি সেনগুপ্ত, দীপান্বিতা চক্রবর্তী ও অনিত দেববর্মা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *