চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
একের পর এক সিরিয়াল বন্ধের গুঞ্জন। প্রতি দিনই কোনও না কোনও সিরিয়াল বন্ধ হওয়ার কথা উঠে আসছে টলি পাড়া থেকে। এবার নাকি বন্ধ হতে চলেছে জনপ্রিয় সিরিয়াল ‘সোহাগজল’। এই সিরিয়ালেই প্রথম পর্দায় জুটি বেঁধেছিলেন শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা। ২০২২ সালের শেষে শুরু হয় এই সিরিয়াল। সেখানে নায়ক-নায়িকার বিচ্ছেদ দিয়েই শুরু হয় গল্প।
প্রথম দিকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করলেও বর্তমানে টিআরপি তালিকায় বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে এই সিরিয়াল। সে জন্যই কি সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল, উঠছে প্রশ্ন। সিরিয়ালের নায়ক অভিনেতা হানি বাফনার বলেন, “এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন এমনটাই। সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।” অন্যান্য সিরিয়ালের সঙ্গে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছে ‘সোহাগজল’। সেই কারণেই কি ‘চরম’ সিদ্ধান্ত নিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ? সেই উত্তর এখনও অজানা।
‘যমুনা ঢাকি’ সিরিয়ালটি শেষ করার পরে বড় পর্দায় হাতেখড়ি হয় শ্বেতার। তার পরেই অভিনেত্রীর নতুন সিরিয়ালের ঘোষণা করা হয়। শ্বেতার আগের প্রায় সব সিরিয়ালই জনপ্রিয় ছিল। তুলনায় এই সিরিয়ালটি কেন পিছিয়ে পড়ল তা নিয়েও অনুরাগী মহলে আলোচনা শুরু হয়েছে।
আপাতত ব্যক্তিগত জীবনে শ্বেতা অভিনেতা রুবেল দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। মাঝেমাঝে নিজেদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এই যুগল। রুবেলও এই মুহূর্তে ব্যস্ত তাঁর নিজের সিরিয়াল নিয়ে। তাঁর অভিনীত ‘নিম ফুলের মধু’ এই মুহূর্তে রয়েছে টিআরপি তালিকায় পঞ্চমে। জয়ী-শুভ্রদের টেক্কা দিয়ে সৃজন-পর্ণার গল্প অনেকটাই এগিয়ে গিয়েছে।