নিজস্ব সংবাদদাতা
কাসগঞ্জে দাঙ্গায় নিহত চন্দন গুপ্তর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুই যুবক বাইকে করে এসে হুমকি দেয় চন্দনের বাবাকে। ওই দুই যুবকদের চিনতে পারেননি চন্দনের বাবা। এদিকে ঘটনা জানতে পেরে চন্দনের বাড়ির বাইরে আরও পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছেন কাসগঞ্জের আইজি ভিএস মীনা। তিনি জানান চন্দনের বাবা সুশীল গুপ্তর সঙ্গে যোগাযোগ করে দোষীদের ধরার চেষ্টা চলছে। এদিকে, কাসগঞ্জ দাঙ্গায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে কাসগঞ্জ দাঙ্গায় ১০জনকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কালরাজ মিশ্র জানান কাসগঞ্জ দাঙ্গার পিছনে পাকিস্তানপন্থীদের হাত রয়েছে। পুলিশের উচিত অবিলম্বে তাঁদের চিহ্নিত করে গ্রেফতার করা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan