চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ইডেন গার্ডেনে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি ও কেকেআর এখন পর্যন্ত প্রতিযোগিতায় একটি করে ম্যাচ খেলেছে, একদিকে ব্যাঙ্গালোর তাদের আগের খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সকে আট উইকেটে পরাজিত করিয়েছে, অন্যদিকে কলকাতা বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের হার শিকার করতে হয়েছে।
তাই কেকেআর তাদের স্কোয়াড উন্নত করার উপায় খুঁজতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। টিম ম্যানেজমেন্ট সাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয়ের উপর নিজেদের আস্তা রেখেছে। অন্যদিকে, আরসিবি, রিস টপলিকে কাঁধের চোটের জন্য ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং জোশ হ্যাজেলউডের খেলানোর অপেক্ষা করবে।
Can't wait to see you in 💜💛! 🤗
See you soon, Jason Roy! 🙌@JasonRoy20 #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/oDwq2HDecs
— KolkataKnightRiders (@KKRiders) April 5, 2023
সাম্প্রতিক হেড টু হেড রেকর্ডটি মোটামুটি সমান, কেকেআর আরসিবি-র বিরুদ্ধে তাদের শেষ পাঁচটি ম্যাচের তিনটিতে জিতেছে। আরও বলা যায়, যদিও তাড়া করা দলটি এই চার ম্যাচেই জয়লাভ করেছে। আর এবারও যে দল টস জিতবে তারা ইডেন গার্ডেনে ব্যাপক সুবিধা পাবে।
বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস শীর্ষ ফর্মে রয়েছেন, এবং গ্লেন ম্যাক্সওয়েল চোট থেকে ফিরে এসে ভাল পরিমাপের জন্য দুটি ছক্কা হাঁকিয়েছেন। দীনেশ কার্তিক ইডেন গার্ডেনের প্রকৃতি খুব ভালো করে জানেন, একসময় কলকাতার হয়ে অধিনায়ক পদ সামলেছিলেন।